সংবাদ ডেস্ক :: দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন বসছে রোববার (১২ নভেম্বর)। জাতীয় সংসদের ১৮তম এবং চলতি বছরের শেষ এ অধিবেশন শুরু হবে ওইদিন বিকেল ৪টায়।
এর আগে বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে শুরু হতে যাওয়া অধিবেশনের সময়সীমা নির্ধারণ হবে।
গত ২৪ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন ডাকা হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী অধিবেশন সংক্ষিপ্ত হবে। এর আগে সংসদের ১৭তম অধিবেশন গত ১০ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হয় ।
গত অধিবেশন সংক্ষিপ্ত হলেও রোহিঙ্গা সংকট ও সংবিধানের ষোড়শ সংশোধনীর উপর উচ্চ আদালতের দেয়া রায় নিয়ে অধিবেশনজুড়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ওই দু’টি ইস্যুতে সাধারণ আলোচনাও হয়েছে। শুরু হতে যাওয়া অধিবেশনও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে।