সংবাদ ডেস্ক :: বিদেশে অবস্থানরত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে যে খবর বেরিয়েছিল অবশেষে তার সত্যতা মিলেছে।
(১১ নভেম্বর) শনিবার দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্যের সত্যতা জানিয়েছেন, প্রধান বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে এসে পৌঁছেছে।
তিনি জানান, প্রধান বিচারপতির পদত্যাগপত্রটি সিঙ্গাপুর দূতাবাস থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়।
এর আগে (১১ নভেম্বর) শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন বলে খবর বের হলেও তার পদত্যাগ রাষ্ট্রপতির কার্যালয়ে এসে পৌঁছায়নি।
এছাড়া রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে আইনমন্ত্রীও একই ধরনের কথা জানান। তিনি জানান, প্রধান বিচারপতির পদত্যাগের খবর তিনি গণমাধ্যমে শুনেছেন এবং এ বিষয়ে কোনো কাগজপত্র তার কাছে আসেনি।
সরকারের দুই মন্ত্রীর এমন বক্তব্যের মধ্যেই দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব প্রধান বিচারপতির পদত্যাগপত্র পাওয়ার কথা জানালেন।
জানা যায়, অস্ট্রেলিয়া থেকে গত সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শুক্রবার কানাডার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। কানাডার উদ্দেশ্যে সিঙ্গাপুর ছাড়ার আগেই দেশটিতে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি।
ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেছেন বলে শুক্রবার গভীর রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে খবর প্রচার করা হয়। ‘ব্রেকিং নিউজ’ হিসেবে প্রচারিত এ খবরে বলা হয়- ‘রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।’ এর কিছুক্ষণের মধ্যে আরও কয়েকটি চ্যানেলের স্ক্রলে সদ্যপ্রাপ্ত সংবাদ হিসেবে একই তথ্য প্রচার করা হয়। তবে কোনোটিরই তথ্যসূত্র ছিল না।