সংবাদ ডেস্ক ::  সিলেটের সিলেট নগরীর জিন্দাবাজারে দোকান ভাংচুরের অভিযোগে ১৩ ছাত্রদল ক্যাডারকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। তাদের কাছ থেকে ৬টি মোটর সাইকেল ও ৬টি রামদাও উদ্ধার করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে শাহপরান এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার বিকাল ৪টায় তাদেরকে কোর্টে চালান দেয়া হয় বলে জানান ওসি।
ওসি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ‘জয় বাংলা’ ও ‘জিয়ার সৈনিক’ এমন শ্লোগান দিয়ে মিছিল নিয়ে এসে ছাত্রদলের নেতাকর্মীরা জিন্দাবাজার পয়েন্টের ইকবাল স্টোর এবং পাশের একটি টং দোকান ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলৈ গেলে তারা পালিযে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে শাহপরান এলাকায় গিয়ে আটক করে। রাতে পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করে।
ওসি বলেন, সেখানে শাহপরান থানা পুলিশ আগে থেকে ব্যারিকেড দিয়েছিলো। তাদের সহযোগিতায় ১৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here