সংবাদ ডেস্ক : সিলেটে ব্যবসায়ী সুমন হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া তাদের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার তারা খালাস পেয়েছেন।

বুধবার (০৮ নভেম্বর) বিকেলে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল হালিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার আঞ্জুমান হাউজ স্বপ্ননীড় ৬৬ নং বাসার মৃত আব্দুল মালিকের ছেলে শোভন (২৬) ও তার চাচাতো ভাই আব্দুল হাইয়ের ছেলে সায়মন (২৫)। মামলা হতে খালাস পান দণ্ডিতদের চাচাতো ভাই শাহান ও চাচা কুদ্দুছ মিয়া (৫৪)।

আদালত সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি বিকেলে জি এম অমর খালেদ সুমনকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত সুমনের স্ত্রী ইসরাত জাহান তারানা বাদী হয়ে আটজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা (নং-১৮(২)’১১) দায়ের করেন।

তদন্ত শেষে একই বছরের ১৩ ডিসেম্বর কোতোয়ালী থানার এসআই নুর মোহাম্মদ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেন।

২০১২ সালে ১৪ নভেম্বর মামলার বিচার শুরু হয়। শুনানিতে ১৫ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুক আহমদ ও আসামিপক্ষে অ্যাডভোকেট মো. আব্দুল মওদুদ। দণ্ডপ্রাপ্তরা কারাগারেই রয়েছেন- জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here