সংবাদ ডেস্ক : বিপিএলে টানা দ্বিতীয় জয়ের পথেই ছিল রংপুর রাইডার্স। তবে তাসকিন আহমেদের দুর্দান্ত এক ওভারেই মূলত ১১ রানে হার মানতে হয় মাশরাফিদের। প্রথমে ব্যাট করা চিটাগং ভাইকিংস নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৬ করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৫৫ করতে সমর্থ হয় রংপুর।

১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রংপুরের শুরুটাও ভালো হয়নি। দলীয় ২ রানেই ওপেনার জোনাথন চার্লস সানজামুল ইসলামের বলে বিদায় নেন। আরেক ওপেনার জিয়াউর রহমান ১১ রানে ফেরেন। মোহাম্মদ মিঠুন ভালো খেলেও ২৩ রানে বিদায় নেন।

রংপুরের জয়ের সম্ভাবনা জাগে চতুর্থ উইকেট জুটিতে। যেখানে ছিলেন রবি বোপারা ও শাহরিয়ার নাফিস। কিন্তু চিটাগং বোলার তাসকিনের এক ওভারেই যেন সব শেষ হয়ে যায়। হ্যাটট্রিক করতে পারেননি, তো কি হয়েছে। তিন বলে ঠিকই রংপুর রাইডার্সের তিন উইকেট উপড়ে ফেলেন বাংলাদেশ জাতীয় দলের এ ফাস্ট বোলার। রংপুরের ইনিংসের ১৩তম ওভারে পর পর দুই উইকেট নেওয়ার পর তৃতীয় বলে নিজেই রান আউট করান তাসকিন।

নিজের দ্বিতীয় ওভারে শাহরিয়ার নাফিসকে (২৬) বোল্ড করেন তাসকিন। পরের বলে সামিউল্লাহ সেনওয়ারিকে ক্যাচে পরিনত করান। আর তৃতীয় বলে থিসারা পেরেরা বল ফেস করলেও তা ননস্ট্রাইকিংয়ে আসলে তাসকিনের পায়ে লেগে স্ট্যাম ভাঙে। আউট হন রবি বোপারা (৩৮)। তাসকিন নিজের পরের ওভারে পেরেরাকেও বিদায় করান। তিনি সর্বোচ্চ তিন উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার হাতে তোলেন। দুটি উইকেট পান লুইস রিসে।

শেষ দিকে রংপুরের ব্যাটিংয়ে উল্লেখ্য করার মতো আর কেউ স্কোর করতে না পারলে টানা দ্বিতীয় জয় পাওয়া হয়নি দলটির। তবে প্রথম ম্যাচের হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে চিটাগং।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যেখানে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৬৬ করে চিটাগং।

এদিন উদ্বোধনী জুটিতে চিটাগংকে ভালো শুরু এনে দেন লুক রঞ্চি ও সৌম্য সরকার।

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here