সংবাদ ডেস্ক : কর্পোরেট ট্যাক্স কমানোর ক্ষেত্রে আগামী সংসদের নতুন সরকার পদক্ষেপ নিবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, বর্তমানে এই করহার কমানোর সুযোগ নেই। ভবিষ্যৎ সরকারের জন্য পাঁচ বছরের একটি পরিকল্পনা করা হবে। আস্তে আস্তে এই করহার কমানো হবে।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘কর্পোরেট কর হার পুঁজিবাজারবান্ধব নয়, সেটা আমরা বুঝি। তবে এই ট্যাক্স কমানোর ব্যাপারে পদক্ষেপ নেবে নতুন নির্বাচিত সরকার। তারাই ট্যাক্স কমানোর বিষয়গুলো নিয়ে কাজ করবে।’
… [Trackback]
[…] Find More Info here to that Topic: dailyshongbad.com/2017/11/08/কর্পোরেট-ট্যাক্স-কমাতে/ […]