হবিগঞ্জ সংবাদদাতা :: পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জের চুনারুঘাটে সুজন নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছেন জাহাঙ্গীর তরফদার নামে অপর এক ছাত্রলীগ কর্মী।

সোমবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। আহত সুনজকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে চুনারুঘাট উপজেলা শহরে মিছিল বের করে ছাত্রলীগ। এসময় পূর্ব বিরোধের জের ধরে সুজনকে ছুরিকাঘাত করেন জাহাঙ্গীর।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here