সংবাদ ডেস্ক :: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.bau.edu.bd) ও অ্যানড্রয়েড এপ্লিকেশন BAU এ ফলাফল প্রকাশ করা হয়।
ছয়টি অনুষদে ১২০০ সিটের বিপরীতে ১২০০ জন মেধাতালিকায় ও ১২০০ জনের অপেক্ষামাণ তালিকা প্রকাশ করা হয়েছে। মেধা ও আপেক্ষমাণ তালিকাভুক্ত শিক্ষার্থীদের অনুষদ ভিত্তিক তথ্য প্রদান ও ফর্ম ডাউনলোড ৮ থেকে ১৯ নভেম্বর এবং এর ফলাফল ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। মেধা তালিকায় ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি করা হবে।
লিখিত পরীক্ষায় (১০০ নম্বরের) সর্বোচ্চ ৮৯ নম্বর ও সর্বনিম্ন ৬৪.২৫ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা মেধাতালিকায় স্থান পেয়েছে।