সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারণবাজার এলাকায় বালিকা উচ্চ বিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।

রোববার ধারণ বাজারে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বর্তমান সরকার শিক্ষার প্রতি আন্তরিক এরই ধারাবাহিকতায় এ অঞ্চলের নারী শিক্ষার অগ্রগতির কথা চিন্তা করে এখানে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্থাপনের ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোঃ লাহিন‚ উত্তর খুরমা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরজক আলী‚ মুক্তিযোদ্ধা আছদ্দর আলী‚ আওয়ামী লীগ নেতা আকরাম আলী‚ খসরু মিয়া‚ মুহিবুল ইসলাম‚ আছকির আলী‚ আবুল মিয়া‚ আবুল খয়রাত‚ আব্দুস সামাদ‚ গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপি আওয়ামী লীগের সহ- সভাপতি সমরু মিয়া‚ ছাতক উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাকের রহমান বাবুল‚ সাংগঠনিক সম্পাদক ময়মুল হক‚ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান লিটন‚ মাহবুব আলম‚ জামিল আহমদ‚ শাহজাহান মিয়া‚ মজনু আহমদ‚ শুভ্র‚ মাজারুল ইসলাম‚ হুছাইন ‚ সাজ্জাদ‚ ইজ্জাদ‚ সুনু মিয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here