সংবাদ ডেস্ক :: হবিগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। কর অঞ্চল সিলেটের আয়োজনে শনিবার দুপুর ১২টার দিকে জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সদর–লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
কর অঞ্চল সিলেটের যুগ্ম–কর কমিশনার মাহবুবুল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন– আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু ও চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন, সরকার করদাতা বাড়ানোর জন্য মেলার আয়োজনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
মেলায় ১২টি স্টল রয়েছে। এছাড়া মেলায় ইটিআইএন খোলা ও রিটার্ন জমা নেয়াসহ রাজস্ব সংক্রান্ত অফিস ও ব্যাংকের স্টল রয়েছে।
হবিগঞ্জ কর অঞ্চলের সহকারী কমিশনার আবু সাইদ জানান, হবিগঞ্জ জেলায় বর্তমানে করদাতা রয়েছেন ১৬ হাজার। এর মধ্যে রিটার্ন দেন সাড়ে ৯ হাজার। তিনটি সার্কেলে বিভক্ত হবিগঞ্জ জেলায় এ বছর আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ৫৬ কোটি টাকা। তিনি এ লক্ষ্যমাত্রা অর্জনে সবার সহযোগিতা কামনা করেন।