ক্রীড়া ডেস্ক: ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের বাজে ট্যাকেলের শিকার হয়ে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই করে থাকেন ফুটবলাররা। কিন্তু এবার নিজ দলের সমর্থকের সঙ্গে এমনই এক অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার প্যাট্রিক এভরা।

ইউরোপা লিগে অলিম্পিক মার্শেই ও পর্তুগালের ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ম্যাচ শুরুর আগে নিজ দলের এক সমর্থকের মাথায় লাথি মারেন এভরা। বিজ্ঞাপন বোর্ডের বাইরে থাকা সমর্থককে লাথি মারায় সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখেন তিনি। তাকে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে অলিম্পিক মার্শেই। এবার উয়েফার বড় শাস্তির মুখে রয়েছেন তিনি।
নিজ দলের সমর্থকদের সঙ্গে এমন বাজে আচরণের জন্য কয়েক মাস নিষিদ্ধ হতে পারেন এভরা। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য তদন্ত শুরু হয়েছে। উয়েফার সিদ্ধান্ত জানা যাবে আগামী ১০ নভেম্বর। সে দিনই শুনানির জন্য ডাকা হয়েছে ফ্রান্স জাতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। আপাতত লাল-কার্ড দেখার জন্য এক ম্যাচের শাস্তি বহাল থাকছে তার ওপর।

ভিডিও ফুটেজে দেখা যায় বিলবোর্ড-এর কাছে জড়ো হওয়া কিছু  মার্শেই সমর্থক এভরাকে গালিগালাজ ও বাজে উক্তি করে। খেলোয়াড়দের গা গরমের ওই সময়ে ক্ষেপে গিয়ে বিজ্ঞাপন বোর্ডের পাশে এক সমর্থককে অ্যাক্রোবেটিক স্টাইলে কিক মারেন ৩৬ বছর বয়সি এভরা।

উয়েফা ইউরোপা লিগের ওই ম্যাচে পাওলো হুর্তাদোর গোলে ১-০ ব্যবধান হারে এভারর দল মার্শেই।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here