সংবাদ ডেস্ক :: দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়ে দারুণ সফল হয়েছে সিলেট সিক্সার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচেই ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে হারিয়ে বাজিমাত করেছে দলটি। শনিবার সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচেও টস জয়ী অধিনায়ক ফিল্ডিং বেছে নিলেন। সেই অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। যিনি নেতৃত্ব দিচ্ছেন এবার রংপুর রাইডার্সকে। দলটির প্রতিপক্ষ ড্যারেন স্যামির রাজশাহী কিংস। ডিউ ফ্যাক্টর মাথায় আছে মাশরাফির।
বিপিএলে মাশরাফি সবচেয়ে সফল অধিনায়কের নাম। আগের ৪ আসরের ৩ বারই শিরোপা উঠেছে তার হাতে। শুধু গত আসরেরটি ছাড়া। রংপুর এবার মাশরাফির উপরই ভরসা রেখেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে দলে টেনে এনেছে জাতীয় দলের অধিনায়ককে।
অন্যদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী বর্তমান অধিনায়কের নাম ড্যারেন স্যামি। ২০১৬ সালে তার নেতৃত্বেই শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তারো আগে উন্ডিজকে আরো একবার টি-টুয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। গত আসরেও রাজশাহীকে নেতৃত্ব দিয়েছেন স্যামি। দলটি সামির নেতৃত্বে রানার্স আপ হয়েছিল। এবার স্যামির ডেপুটি হিসেবে আছেন বাংলাদেশে ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম।
ম্যাচের টসটা হলো প্রাণবন্ত। সেটি মাশরাফি আর স্যামির কারণে। টসের সময় খুনসুটিতে মাতলেন দুজন। মাশরাফি টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার কারণ হিসেবে জানান মাঠে পড়া শিশিরকে। উইকেট ভালো হলেও শিশিরের কারণেই প্রথমে বোলিংটা বেছে নিলেন তিনি।
একাদশ :
রাজশাহী কিংস : লুক রাইট, মুমিনুল হক, মুশফিকুর রহিম, রনি তালুকদার, সামিট প্যাটেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), জেমস ফ্র্যাঙ্কলিন, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, নিহাদ-উজ-জামান, কেসরিক উইলিয়ামস।
রংপুর রাইডার্স : শাহরিয়ার নাফীস আহমেদ, অ্যাডাম লিথ, জনসন চার্লস, রবি বোপারা, থিসারা পেরেরা, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, সোহাগ গাজী, নাজমুল ইসলাম, লাসিথ মালিঙ্গা।
… [Trackback]
[…] Read More Information here to that Topic: dailyshongbad.com/2017/11/04/রাজশাহীর-বিপক্ষে-ফিল্ডিং/ […]
Excellent web site yoou have here.. It’s diffikcult tto
fiond high-quality writing like yourss nowadays. I seriously appreciate
people like you! Take care!!