জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষায় দ্বিতীয় দিনের পরীক্ষায় মাদরাসাসহ নয় শিক্ষা বোর্ডে ২০ পরীক্ষার্থীকে অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিলো ৬১ হাজার ৯৮৯ পরীক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে জেএসসিতে ঢাকা বোর্ডে বহিষ্কার হয়েছে ১১ জন, কুমিল্লায় একজন, দিনাজপুরে একজন এবং মাদরাসা শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছে সাতজন পরীক্ষার্থী।
আজ জেএসসি বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরের পরীক্ষা জেএসসির ইংরেজি প্রথম পত্র আগামী রোববার এবং জেডিসির আরবি প্রথম পত্র আগামী শনিবার অনুষ্ঠিত হবে। নয়াদিগন্ত
What’s Going dwn i’m neew tto this, I stumble upon this I’ve found It absolutely helpful annd
iit hhas aided me outt loads. I’m hoping too conteibute & aidd dfferent customes like its hewlped me.
Good job.