সংবাদ রিপোর্ট :: প্রথম চার আসরে উপেক্ষিত সিলেটের মাটিতে প্রথম বারের মত পর্দা উঠবে দু’টি পাতা একটি কুঁড়ি প্রাকৃতিক লীলাভূমি ও ৩৬০ আউলিয়ার দেশ সিলেটে দেশীয় ক্রিকেটের সবচেয়ে জমকালো বিপিএল’র পঞ্চম আসর।
মঙ্গলবার থেকে সিলেট জেলা স্টেডিয়ামে টিকেট বিক্রি শুরু হলে ভিড় করেন হাজারো দর্শক। অনেকে গভীর রাত থেকেই দাড়িয়েছিলেন লাইনে। টিকেট না পেয়ে মারামারির ঘটনাও ঘটেছে। এতোকিছুর পরও বিপিএলের প্রায় সব দল সিলেট এসে পৌঁছেছে। সিলেট ওসমানী বিমানবন্দর সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর আলোকসজ্জা, রংবেরঙের ব্যানার-ফেস্টুন আর তোরণগুলো যেন জানান দিচ্ছে বিপিএল’র আমেজ।
এদিকে, বিপিএলকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় সিলেটেও নেয়া হয়েছে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মাঠে ও মাঠের বাইরে তিন স্তরের নিরাপত্তা দেওয়া হবে। খেলোয়াড়দের থাকার হোটেল ও মাঠে যাতায়াতে থাকবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ।
শনিবার বিশ্বের অন্যতম সৌন্দর্যময় ক্রিকেট ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুপুরে বর্তমান চ্যাম্পিয়ান ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় রাজশাহী কিংসের মোকাবিলা করবে রংপুর রাইডার্স।
… [Trackback]
[…] Information to that Topic: dailyshongbad.com/2017/11/03/আর-মাত্র-কয়েক-ঘন্টার-পর-মা/ […]