সরকারের সময় শেষ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।ফখরুল বলেন, সরকারের সময় শেষ তাই ক্ষমতায় টিকে থাকতে সর্বশক্তি প্রয়োগ করছে। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। তিনি বলেন, সরকার সবচেয়ে বেশি ভয় পায় তারেক রহমানকে। তাই তার বিরুদ্ধে অনেক কৌশল ব্যবহার করছে। তার মধ্যে অন্যতম কৌশল হচ্ছে মামলা।
বিএনপি মহাসচিব বলেন, গোটাজাতি তাকিয়ে আছে নির্বাচন কমিশন কী করে। কিন্তু তিনি কিছুই করতে পারবে না। যাঁদের দ্বারা নির্বাচন কমিশন তৈরি হয়েছে তাদের পাশ কাটিয়ে কিছু করার ইচ্ছে বা মনোবল নির্বাচন কমিশনের নেই। দুই মাস যাবৎ নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নারী নেত্রীসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে ইসির বৈঠক আই ওয়াশ ছাড়া কিছুই নয়।সরকারকে পজিটিভ রাজনীতির আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের স্বার্থে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি রাস্তা বের করুন, যাতে সকলের নিকট একটি গ্রহণযোগ্য নির্বাচন করা যায় এবং মানুষ ভোট দিতে পারে।