সংযুক্ত আরব আমিরাতের ‘রাস আল-খাইমাহ’ শহরে রোড ক্লিনারের কাজ করেন পাকিস্তানের গোলাম সাব্বির। রাস্তা ঝাড়ু দেয়ার সময় তিনি চুপ থাকেন না। কাজের ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করেন। বেশ হৃদয়গ্রাহী ও মনোমুগ্ধকর তেলাওয়াত তার। সুললিত কণ্ঠে তেলাওয়াত করে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছেন ইতিমধ্যে।তার তেলাওয়াত শুনে পথচারীরা মুগ্ধ হয়ে তার তিলাওয়াতকৃত একটি ভিডিও সামাজিক নেটওয়ার্কে আপলোড করেছে।

রাস আল-খাইমাহের অধিবাসীরা এব্যাপারে বলেছেন: আমরা শহরে ঘুরে বেড়াচ্ছিলাম। হটাত করে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পাই। তেলাওয়াতকারীকে খুঁজে দেখি তিনি পাকিস্তানের নাগরিক। আমিরাতে তিনি রোড ক্লিনারের কাজ করেন।

অপর এক ভিডিও ক্লিপে গোলাম সাব্বির তার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করার পর সুমধুর কন্ঠে আজান দিয়েছেন। সামাজিক নেটওয়ার্কে ভিডিওটি প্রকাশ হওয়ার পর আমিরাতের নাগরিকগণ গোলাম সাব্বিরকে খুঁজে বের করে বুঝতে পারেন, ৪০ বছর বয়সী গোলাম সাব্বির পাকিস্তানের নাগরিক। পূর্বে তিনি মসজিদের মুয়াজ্জিন এবং পেশ ইমাম হওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তার আবেদন বাস্তবায়িত হয়নি।

রাশ আল খাইমাহ শহরের পাবলিক সার্ভিসেস অফিস এই পাকিস্তানীর ব্যাপারে বলে: বর্তমানে গোলাম সাব্বির বর্জ্য ব্যবস্থাপনার বিভাগে নিয়োজিত রয়েছেন এবং সেখানে তিনি রোড ক্লিনারের কাজ করছেন।রাস আল খাইমাহ নগরবাসীরা সামাজিক নেটওয়ার্কে গোলাম সাব্বিরকে সম্মাননা প্রদর্শন এবং তার প্রতিভাকে ধরে রাখা এবং উন্নতি করার জন্যও বিভিন্ন কোরআন প্রতিযোগিতার তার অংশগ্রহণ করানোর ব্যাপারে বিভিন্ন সংস্থার নিকট আহ্বান জানিয়েছে।

সূত্র : আল খলীজ

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here