এখনও কত শিশু পথ চেয়ে থাকে তাদের বাবা ফিরে আসবে বলে। এখনও কত মা দরজা জানালা খুলে চোখের পানিতে রজনী পার করে, সন্তানের প্রতীক্ষায়। এখনও কত রমণী প্রিয় জনের অপেক্ষায় ঈদে নতুন শাড়ি পরেনা। সময় চলে যায় কেউ মনে রাখে না। ভাগ্যক্রমে কেউ ফিরে, লাশ হয়ে। কেউ কেউ ত ফিরেই না।এ সব গুলো গল্পের পিছনে রয়েছে ‘ডিবি’ নামের মানুষ খেকো পুলিশ।টেকনাফের লোকটার ভাগ্য ভাল, বেঁচে গেল। টাকা দিয়েও তো কত জনে ফিরল না। আমি শঙ্কিত মেজর নাজিম আহমেদের জীবন নিয়ে। ডিবির কু-নজর লাগবে না তো? কারণ, ডিবির চাবি তো এদেশর হাতে নয়।

বেঁচে থাকুক মেজর নাজিম আহমেদরা, ওরা থাকলে আমরা বাঁচি, বাংলাদেশ বাঁচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here