তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান আজ (মঙ্গলবার) সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার জন্য ইউরোপ ও আমেরিকাকে অভিযুক্ত করেছেন। তিনি আরও বলেছেন, পিকেকে ও ওয়াইপিজি’র মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি আমেরিকা ও ইউরোপের পক্ষ থেকে সমর্থন দেওয়া হচ্ছে। তারা এই সত্যকে আর ঢেকে রাখতে পারবে না।
এর্দোগান বলেন, আমেরিকা সাড়ে তিন হাজার ট্রাক অস্ত্র সিরিয়ায় তৎপর কুর্দিদের হাতে তুলে দিয়েছে। এছাড়া জার্মানি ও ফ্রান্স সন্ত্রাসীদের প্রতি সমর্থনের পাশাপাশি মিছিল-সমাবেশের মতো ঘটনায় ইন্ধন দিচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, মধ্যপ্রাচ্যে এমন কাউকে পাওয়া যাবে না যিনি পাশ্চাত্যকে অনুসরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় নি। এ কারণে ভবিষ্যতে যখন মধ্যপ্রাচ্যে সংকটের অবসান ঘটবে তখন এই এলাকার মানুষেরাই পরস্পরের পাশে দাঁড়াবে।